কালিহাতী প্রতিনিধি : করোনাকালীন সময়ে মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এই সময়ে মানুষ একটু মুক্ত পরিবেশে শ্বাস নিতে ব্যাকুল হয়ে পড়েছে।
সেজন্য প্রতিটি মানুষ তাদের নিজ নিজ এলাকার মুক্ত পরিবেশে, মুক্ত জলাশয়গুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘুরে বেড়ানোর জায়গা খুঁজে নিচ্ছে।
কালিহাতী উপজেলায় কোকডহরা ইউনিয়নে জমিদার রাহাতুন্নেসার রাজবাড়ী পাশে চারান বিল তেমনি একটি মুক্ত পরিবেশ।
এই মুক্ত পরিবেশ চারান বিলটি টাংগাইল জেলার সবচেয়ে বড় বিল।
চারান বাজার থেকে শুরু করে বল্লা বাজার পর্যন্ত ২.৫ কিমি লম্বা এলাকা জুড়ে বিলটি জলসীমা বিস্তৃত।
পূর্বের মত এবারও দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বর্ষাকালে বিলটি চকচকে থৈ থৈ পানি অপরূপ সৌন্দর্য্য প্রকাশ করে, ঠিক তেমনি শীতকালে অতিথি পাখিদের কলতানে চারদিক মুখরিত থাকে।
ভ্রমণ করা জন্য বেশ কিছু নৌকা রয়েছে। জমিদার আমল থেকে বিলটি প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে।
সরকারী হস্তক্ষেপ পেলে বিলটি একটি প্রসিদ্ধ পর্যটন এলাকার মর্যাদা পাবার সম্ভাবনা রয়েছে। যাতায়াতের জন্য যানবাহন চলাচল ব্যবস্থা ভাল রয়েছে।
নৌকা চালক শান্ত জানান, এখানে ৫০টি বেশি নৌকা রয়েছে। ছোট নৌকা ৬-৭ জন মানুষ উঠতে পারে ও ছোট নৌকা ভাড়া ১ ঘণ্টা ২০০ টাকা করে।
এলাকাবাসী জানান, সরকারী পৃষ্ঠপোষকতা থাকলে এই চারান বিলটি ভ্রমণ পিপাষুদের মনের ক্ষুধা মিটাবে।
সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা দিয়ে চারান বিলকে আরো সৌন্দর্য্য মন্ডিত হবে বলে তারা আশা করেন। সম্পাদনা – অলক কুমার