করোনার বিধিনিষেধ হ্রাস করার বিরুদ্ধে ডব্লিউএইচওর সতর্কবার্তা

গত এক মাসে আফ্রিকা মহাদেশে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নভেল করোনাভাইরাস-সংক্রান্ত বিধিনিষেধ হ্রাস করার বিষয়ে সতর্ক করেছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচওর আফ্রিকার আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোতি গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে… অন্য যেসব দেশে খুব তাড়াহুড়ো করে বিধিনিষেধ হ্রাস করা হয়েছে, সেখানকার মতো এখানেও (আফ্রিকা) সংক্রমণের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।’

মাতশিদিসো মোতি জানান, গত সপ্তাহের তুলনায় ২০টির বেশি আফ্রিকান দেশে নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে কেনিয়া, মাদাগাস্কার, নাইজেরিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়েতেও এ সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।

মাতশিদিসো মোতি আরো বলেন, উগান্ডা, সেশেলস ও মরিশাস করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, আফ্রিকায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় আট লাখ ৯০ হাজার এবং মারা গেছে ১৮ হাজার জন।

সূত্র: ntv