টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সকালে র্যাব সদস্যরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পথচারীদের হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা করেন। যারা মাক্স ছাড়া চলাফেরা করছিল র্যাব সদস্যরা তাদের মাক্স পরিয়ে দেন।
এসময় রাস্তায় চলাচলকারী অটো-রিক্সা ও রিক্সায় জীবানুনাশক পানি ছিটিয়ে জীবানুমক্তকরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া মানুষের মাঝে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় তা মাইকে প্রচার করেন।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক মো. সবুজ মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ র্যাব সদস্যরা।