করোনা : মাভাবিপ্রবি বন্ধের সময়সীমা বাড়ল

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের সময়সীমা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বনের জন্য ২৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা, একাডেমিক, প্রশাসনিক বিভাগসহ সব অফিস বন্ধের মেয়াদ ৯ এপ্রিল, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া অতি জরুরী বিভাগসমূহ যেমন – ডেসপাচ/ডকেটিং, বিদ্যুৎ, পানি, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থা, টেলিফোন, উন্নয়নমূলক কাজ ইত্যাদি যথারীতি চালু থাকবে। এছাড়া জরুরী প্রয়োজন ব্যতিত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।