করোনা : টাঙ্গাইলে ঘরে থাকাসহ সচেতনতামূলক প্রচার চালাচ্ছে র‌্যাব

টাঙ্গাইলে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, বারে বারে সাবান দিয়ে হাত ধোয়াসহ সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করছে র‌্যাব-১২।

রবিবার সকাল ১১টায় থেকে জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করার কার্যক্রম শুরু করেছে। এর আগে গতকাল শনিবার র‌্যাবের পক্ষ থেকে শহরে হাতধোয়া কর্মসূচি ও মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদসহ অন্যান্য সদস্যরা।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদ বলেন, আমরা মানুষে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি। বাড়িতে থাকাটা খুবই গুরত্বপূর্ণ। প্রশাসনের নিয়মকানুন মেনে আমরা কাজ করলে তাহলে আমরা অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আমাদের এই কর্মসূচির আওতায় জেলার সকল উপজেলায় এই প্রচারণা চালানো হবে।