টাঙ্গাইলের মধুপুরে আরো এক কাঁচামাল ব্যবসায়ী (৪৫) করোনা পজিটিভ হয়েছেন। রোববার (১০ মে) টাঙ্গাইলের সিভিল সার্জনে ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি মধুপুর পৌরসভার টেংড়ি এলাকার বাসিন্দা।
এবিষয়ে জানতে চাইলে মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, ওই ব্যবসায়ী ঢাকায় থেকে মধুপুর থেকে কাঁচামালের (আনারস, কলা, সবজি) ব্যবসা করতেন। গত ৬ মে (বুধবার) তিনি করোনা উপসর্গ (জ্বর, সর্দি, গলা ব্যথা, পাতলা পায়খানা) নিয়ে মধুপুর নিজ বাড়িতে আসেন। পরদিন (৭ মে) খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করো ঢাকায় পাঠানো হয়। গতকাল (০৯ মে) রাত ১২টার দিকে জানতে পারি ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে মধুপুর এসেছেন। এটি সংক্রমণের জন্য খুবই সহজ ও ভয়াবহ উপায়। উনার বাড়িসহ আশেপাশের ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।
আক্রান্ত ব্যক্তিকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।