কালিহাতী সংবাদদাতা : কালিহাতি উপজেলার নারান্দিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরি চেষ্টার ঘটনা ঘটেছে।
উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামে পর পর দুই দিন দু’টি বাড়িতে এই ঘটনার খবর পাওয়া গেছে।
গত ২৩ ফেব্রুয়ারি (বুধবার) রাতে কে বা কারা ক্ষেত্রনাথ ভৌমিকের বাড়িতে ঢুকে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে।
পরে বাড়ির লোকজন ওই পানি খেয়ে অচেতন হয়ে পড়লে সংঘবদ্ধ চোরের দল তাদের বাড়িতে চুরির চেষ্টা চালায়।
এ ঘটনায় তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরের দিন (২৪ ফেব্রুয়ারি) একই গ্রামের রবীন্দ্রনাথ সেনের বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে রাখে দুষ্কৃতিকারীরা।
পরে বাড়ির লোক ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
তখন সংঘবদ্ধ চোরের দল ওই বাড়িতেও চুরির চেষ্টা চালিয়ে বিফল হয়।
জানা গেছে, দুষ্কৃতকারীরা কৌশলে তাদের বাড়ির ভিতরের টিউবয়েলের মধ্যে চেতনানাশক ওষুধ দেয়।
রাতের খাবারের সঙ্গে বাড়ির সদস্যরা ওই টিউবয়েলের পানি পান করেন। এতে সবাই ঘুমে অচেতন হয়ে পড়েন।
কালিহাতী থানার থানার( ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আমাদের কাছে কোন অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইনি প্রক্রিয়াধীন চলবে। সম্পাদনা – অলক কুমার