কালিহাতীতে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

কালিহাতী প্রতিনিধি : কালিহাতী উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে আউলিয়াবাদ আনন্দ র‌্যালী যাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর আলচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি লায়লা সিদ্দিকী সভাপত্বিতে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম), ঢাকা মহাপরিচালক (অব.) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রফেসার ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড প্রফেসার তপন কুমার সরকার, কবি, প্রাবন্ধিক ও চিন্তক অধ্যাপক শংকর দাশ প্রমুখ।

আরো পড়ুন – বাসাইলে বিজয় দিবসের অনুষ্ঠানে সাংসদপন্থীদের হট্টগোল, প্রশাসনকে জামায়াত আখ্যা

আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়টির সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ১৯৭২ সালে স্থাপিত করেন। সম্পাদনা – অলক কুমার