কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা অনুষ্ঠিত হয় উপজেলার হাজী আবু হাশেম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে, যেখানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সোহাগ।
অধ্যাপক তাজুল ইসলাম সুজন সভার সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সট নিউজ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, সহকারী অধ্যাপক আবু সাঈদ, প্রভাষক জহুরা খাতুন ও শিরিন শীলা। সভায় বিভিন্ন কলেজের শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান মতিন এমপি নির্বাচিত হলে শিক্ষক ও কর্মচারীদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আপনারা বিবেকের তাগিদে কাজ করবেন। আমি যদি যোগ্য ও ভালো মানুষ হয়ে থাকি, তবে আপনাদেরকে আমার পাশে চাই। আমি সারাজীবন শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে কাজ করেছি। বাকী জীবনটা কালিহাতী উপজেলার মাটি ও মানুষের জন্য উৎসর্গ করতে চাই।”
শিক্ষার উন্নয়নের বিষয়ে তিনি আরও বলেন, “এমপি নির্বাচিত হলে নিজের কলেজের আগে কালিহাতীর অন্যান্য কলেজগুলোর উন্নয়নের জন্য কাজ করবো।” উল্লেখ্য, লুৎফর রহমান মতিন নিজ নামে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছেন, যা স্থানীয় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।











