কালিহাতীতে খামারীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কালিহাতীতে খামারীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কালিহাতী প্রতিনিধি : কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে গরুর খামারী ও ব্যবস্যায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা করেছে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ।

বুধবার (২৪ মে) সকাল ১১টায় কালিহাতী থানার আয়োজনে থানা চত্বর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, কালিহাতী পৌরসভার মেয়র নূরনবী সরকার,এলেঙ্গা পৌরসভার মেয়র নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

আরো পড়ুন – কারণ দর্শানোর নোটিশ হাতে পেলে আমি উত্তর দেব

মতবিনিময় সভায় উপজেলার প্রায় অর্ধ শতাধিক খামারী অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশে তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরেন।

সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার খামারীদের উদ্দেশ্য বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মূল চালিকাশক্তি হলো গরু।

একটি গরু খামারী মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না।

দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন।

এই গরু গুলো চুরি হলে ঐ কৃষক বা খামারীর সর্বশান্ত হয়।

আরো পড়ুন – প্রাণের ভয়ে কথাও বলতে সাহস পায়না তিন ফসলী জমি হারানো কৃষক

যারা চুরি করবে বা চুরিতে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী প্রদান করেন। সম্পাদনা – অলক কুমার