কালিহাতীতে ছাত্রের বাবার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদ

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে খিলদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনী স্কুলছাত্র আবিরের পিতা লাল মিয়ার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন প্রধান শিক্ষক আকবর হোসেন।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা খিলদা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ওই ছাত্রের পিতা লাল মিয়া (৩৮)কে আটক করেছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র আবিরের পিতা লাল মিয়া (৩৮) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল করিম; শিক্ষক নেতা রমেন্দ্র নাথ সাহা; খিলদা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন; কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা।

আরো উপস্থিত হন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দীপুল। 

আরো পড়ুন – শিহাব হত্যা : প্রতিষ্ঠাতা রিপনের ফাঁসির দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার

তারা বলেন, লাল মিয়ার ছেলে আবির হোসেনকে চুল বড় রাখার কারণে একটু শাসন করায় এ ঘটনা ঘটান তিনি।

আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি, যেন আর কোন অভিভাবক এই ধরনের কাজ করতে সাহস না পায়।

খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বলেন, অষ্টম শ্রেণীর ছাত্র আবিরকে শাসন করায় তার বাবা লাল মিয়া আমার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এসময় তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার

ওই স্কুলছাত্র শিহাবের বাবা লাল মিয়াকে আটক করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা – অলক কুমার