কালিহাতীতে তুচ্ছ ঘটনায় মারামারি, একজনের প্রাণহানি

মারামারিতে মৃত্যু

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে।

শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম (৩২) ইউনিয়নের সিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে।

আরো পড়ুন – কালিহাতীতে ঘাস কাটা নিয়ে মারামারিতে একজনের মৃত্যু, গ্রেপ্তার ৬

সিহরাইল গ্রামের মো. আাজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গোপালপুর গ্রামে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন।

এসময় ওই এলাকার কয়েকজন বখাটে তার সাথে কথা কাটাকাটির একপর্যায় সংর্ঘষে জড়িয়ে পড়ে; এসময় বখাটেরা আজিজুলকে বেধরক মারপিট করে।

এরই জের ধরে পরদিন শুক্রবার (২৭ মে) দুপুরে সিহরাইল গ্রামের কয়েকজন মিলে গোপালপুর গ্রামে গিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

জমি বিক্রয় নোটিশ

খবর পেয়ে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়।

আরো পড়ুন – কালিহাতীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

এসময় উভয় পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় দুই পক্ষের ৫ জন আহতর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচজন জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে নিহতের ছোট ভাই নুরুর (২৫) অবস্থা আঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

নি হতের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা – অলক কুমার