টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দি নেক্সট নিউজের সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মনিরুল ইসলাম।
স্মরণসভায় বক্তব্য দেন জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, যুগ্ম সম্পাদক সাজু আহমেদ, সংগঠক রশিদ আহমেদ আব্বাসী, মরহুমের সহধর্মিণী নূরুল হক মোহন, পুত্র মিল্টন হক ও নাজমুল হক, আইনজীবী আব্দুল গণি আল রুহি, সাংবাদিক নেতা মনিরুজ্জামান মতিন, জাসাস নেতা মোস্তফা সাইফুল কায়সার, শিক্ষক নেতা শফিকুল ইসলাম সফিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধের আদর্শ, দেশপ্রেম ও মানবাধিকার রক্ষায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, মানবাধিকার রক্ষায় আপসহীন একজন সৎ ও সাহসী মানুষ।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে—
-
আহ্বায়ক: অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন
-
যুগ্ম আহ্বায়ক: খন্দকার মনিরুল ইসলাম ও শফিকুল ইসলাম শফিক
সদস্য হিসেবে আছেন মোস্তফা সাইফুল কায়সার, মনিরুজ্জামান মতিন, রহিমা আক্তার, বায়েজিদ খান, এস এম মোফাজ্জল হোসেন বাবু, নুরুল ইসলাম মুসা, শহিদুর রশিদ শহীদ, সুমন মিয়াসহ আরও অনেকে।
সভায় সাংবাদিক, শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











