কালিহাতীতে ৪টি দরিদ্র পরিবারের কর্মসংস্থানের তৈরি

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চার জন দরিদ্র কর্মজীবির মাঝে ৪টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকালে উপজেলার কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল ইসলামের উদ্যোগে মো. মোস্তাফিজুর রহমানের অর্থায়নে আগচারান গ্রামের হুরমুজ আলী, আগবানিয়ারা গ্রামের মনু মিয়া, উৎরাইল গ্রামের পাশান আলী ও ফুলবাড়ি গ্রামের আব্দুস সামাদকে একটি করে ভ্যান গাড়ি দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন; কোকডহরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রায়হান আলী খান রুনু; উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ব্যাংকার তারিক ইমাম; মো. মাসুম আহমেদ; ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. আলহাজ্ব উদ্দিন, সাধারণ সম্পাদক ঠান্ডু মিয়া, ব্যবসায়ী তারেক আহমেদ প্রমুখ।

বেকার সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান বিতরণ কর্মসুচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সম্পাদনা – অলক কুমার