কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে সালুয়াদী নতুন বাজারে নিজের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ মিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে।
পরিবারের অভিযোগ, ইউপি সদস্য ইমাম হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শরীফের দোকানে গিয়ে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ইউপি সদস্য ইমাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।