মির্জাপুর
,
সংবাদ দাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের প্রার্থী আব্দুল্লাহ তালুকদার বলেছেন, কোন শিক্ষার্থী শিক্ষার মাধ্যমে বেকার থাকবে না। সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষার্থীরা কর্মক্ষম হয়ে জাতির কল্যাণে অবদান রাখতে পারবে। তিনি জানিয়েছেন, যদি জনগণের ভোটে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে সর্বপ্রথম কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। তিনি আরও বলেন, “আমাদের কোনো ভিন্ন ভিন্ন দফা নেই। আমাদের একটাই লক্ষ্য—ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, যাতে সবাই ন্যায্য অধিকার ভোগ করতে পারে।”
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সভায় তিনি জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পূজা মণ্ডপ পরিদর্শন নিয়ে বিতর্ক প্রসঙ্গে জানান, নেতাকর্মীরা ভোটের জন্য নয়, বরং নিশ্চিত করতে চাই যে প্রত্যেকে তাদের ধর্ম অনুযায়ী পূজা অনুষ্ঠান পালন করতে পারে। এটি কোনো উৎসব উদযাপনের অংশ ছিল না।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়া খান মারুফ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোড়াই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলম শাহজাহান, তথ্য প্রযুক্তি প্রধান ইসমাইল হোসেন, পৌর বংশাই শাখার অর্থ সম্পাদক মাসুম সিকদার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন ও আলমাছ মিয়া।
আব্দুল্লাহ তালুকদার আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কেউ বঞ্চিত হবে না, বৈষম্য থাকবে না এবং ন্যায় ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী নির্বাচনে জনগণ সক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি মন্তব্য করেন, ক্ষমতায় এলে অন্যান্য দলের নেতাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে, তবে উন্নয়নের ক্ষেত্রে উপজেলার সীমান্তবর্তী এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে।











