গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে একদিনে কমপক্ষে ৭১ ফিলিস্তিনি নিহত এবং আরও ২৫১ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী নির্বিচার তাণ্ডব চালাচ্ছে। শুক্রবার ৩৭ জন নিহত হয়েছেন গাজা সিটিতে। শেখ রেদওয়ানে আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুল লক্ষ্য করে বোমাবর্ষণ করা হলে ১২ জন প্রাণ হারিয়েছেন। তুফাহ এলাকায়ও হামলা হয়েছে। দক্ষিণে খান ইউনিসে একটি তাবুতে বোমাবর্ষণে ৫ জন নিহত, এদের মধ্যে ৪ জন শিশু।
মধ্য গাজার মাঘাজি ক্যাম্প এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদেও ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যদি হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি না হয়, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করা হবে।
উল্লেখ্য, নভেম্বরে ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৬২,২৬৩ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৭,৩৬৫ জন আহত হয়েছে।