গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ফিলিস্তিনের ‘দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’। আগামীকাল, সোমবার (৭ এপ্রিল) বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। খবর ওয়াফা নিউজ এজেন্সির।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব প্রতিরোধ গড়ে তুলতেই এই অবরোধের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে, গাজায় নারী-শিশুসহ সাধারণ মানুষের ওপর ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং প্রতিরোধ আন্দোলন জোরদারের লক্ষ্যেই এ কর্মসূচি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরাইলের বর্বরতা লাখো ফিলিস্তিনিকে গৃহহীন করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের অধিকারে হস্তক্ষেপ চালাচ্ছে ইসরাইল। তাই আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করতেও আন্দোলন অব্যাহত রাখতে হবে।
এদিকে বাংলাদেশেও তরুণ নেতৃত্ব ও সংগঠনগুলো এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সরব হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম সামাজিক মাধ্যমে বলেন, “মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কেবল স্কুল-অফিস বন্ধ রাখায় সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং দল-মত নির্বিশেষে সবার রাজপথে নেমে প্রতিবাদ করা দরকার।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. সাদিক কায়েমও গাজার প্রতি সংহতি জানিয়ে “নো ওয়ার্ক, নো স্কুল” কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।