গাজীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করেছে।
নিহত যুবকের নাম জুয়েল (২৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডে আটককৃতরা হলেন রাকিব (২৫) ও রবিন (২৭)।
পুলিশ জানায়, ঘটনাস্থলে কয়েকজন অস্থায়ী চায়ের দোকানের ভিতরে ঘুমানোর সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিনের হাত কেটে গেলে সে উত্তেজিত হয়ে জুয়েলকে ছুরিকাঘাত করে। রবিনের সহযোগী রাকিবও এতে জড়িত ছিল।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ দুই আসামিকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।