রাজধানীর গুলশান লেক পাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সৌরভ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন।
রক্তের চিহ্নে হত্যার আলামত প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, লেকপাড়ে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার পর সৌরভ রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টা করেন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন জানান, “সৌরভ রাজনৈতিকভাবে সক্রিয় ছিল। রাত সাড়ে ৭টার দিকে তিনি জানান, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ ছাড়াও সম্প্রতি বাসার মালিকের মেয়ের সঙ্গে ব্যক্তিগত বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল; তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল সিসিটিভির আওতায় থাকায় ফুটেজ বিশ্লেষণ করলে হত্যাকারী শনাক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
মামলার প্রস্তুতি চলছে নিহতের ভগ্নিপতি মাসুম বিল্লাহ বলেন, “থানায় এসেছি, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
পুলিশের বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান–এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।











