ঢাকার ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ ইস্যুতে অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, এ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, রাজধানীর বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমাইয়াকে হেফাজতে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, মেজর সাদিকের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে সুমাইয়াও অংশ নিতেন। ঘটনার পর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং পরে তার স্ত্রীকে পুলিশ আটক করে।
প্রসঙ্গত, ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের পর ২৮ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে।