গোপালগঞ্জে হামলার ঘটনার পর আবারও সেখানে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘‘আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের ঘরে ঘরে জুলাই গণ-অভ্যুত্থানের পতাকা উড়বে।’’
নাহিদ ইসলাম বলেন, ‘‘গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। গোপালগঞ্জসহ পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবন বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধের চেতনা কলুষিত করেছে এবং সনাতন সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করেছে।’’
তিনি অভিযোগ করেন, ‘‘আমরা কখনো সংঘাত চাইনি। আমাদের পূর্বঘোষিত ছিল শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়হীনতা এবং নির্লিপ্ততাই এই হামলার সুযোগ তৈরি করেছে।’’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘গতকাল আমাদের পদযাত্রায় বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে কর্মীদের গোপালগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি, পথে পথে বাস আটকে দেওয়া হয়েছে। তবু আমরা শান্তিপূর্ণভাবে পথসভা করেছি। ফেরার পথে হামলা হয়েছে।’’
তিনি চারজনের মৃত্যুর খবরের প্রতি শোক জানিয়ে বলেন, ‘‘কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। সন্ত্রাসীদের বিচার আইনগত প্রক্রিয়াতেই করতে হবে। প্রশাসনকে দায় নিতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।’’
তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘‘শহীদ বাবু মোল্লা ও শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জ আমরা পুনরুদ্ধার করব। মুজিববাদীদের কোনো জায়গা এ মাটিতে হবে না। গোপালগঞ্জসহ সারাদেশে আমাদের কর্মসূচি চলবে। ফরিদপুরের পদযাত্রায় দেখা হবে ইনশাআল্লাহ।’’