গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পিবিজিএসআই স্কিমের আওতায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং ঝরে পড়া রোধে এ আয়োজন করে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট এবং এসএসসি পর্যায়ে ১০ হাজার ও এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।