টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাওয়াইল ইউনিয়ন শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝাওয়াইল ইউনিয়ন বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাওয়াইল শাখার ব্যবস্থাপক আতিকুজ্জামান তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল (উত্তর) অঞ্চলের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা খালেকুজ্জামান ইয়ামিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিও মূখ্য আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল (উত্তর) বিষ্ণু সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স এবং ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্টন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বুলবুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা কৃষকদের জন্য কৃষি ব্যাংকের বিভিন্ন সুবিধা ও সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তরুণদের কৃষি উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান।