টাঙ্গাইলের গোপালপুরে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের জন্য ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক কে.এম. শামীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়েরুল হক আমিন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতায় ছিলেন গোপালপুর ক্রীড়া সমিতির সাবেক সম্পাদক ও সূতী ভি.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শারীরিক শিক্ষক মো. গোলাম রায়হান বাপন। এছাড়া প্রধান শিক্ষক আঃ হাই, মো. বদিউজ্জামান শিকদার, মো. তোফাজ্জল হোসেন, হোসনে আরা, মো. রফিকুল ইসলাম মিয়া, মো. মনিরুজ্জামান, বিএমজিটিএ উপজেলা সম্পাদক মো. আশরাফ আলী, সিনিয়র শিক্ষক আঃ মজিদ, আঃ মান্নান, আতিকুর রহমান, নাসির উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ এবং সুশৃঙ্খল মানসিকতা অর্জন সম্ভব। মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের বিমুখ করতে খেলাধুলার সুযোগ সৃষ্টি একমাত্র কার্যকর উপায়।”
২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের পুকুরে। দাবা প্রতিযোগিতা হবে নন্দনপুর রাধারাণী উচ্চ বালিকা বিদ্যালয়ে। ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে।
আগামী ২৪ সেপ্টেম্বর দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় পরিচালনা ও বিচারকের দায়িত্বে রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও শারীরিক শিক্ষকরা।











