টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে কাঁচা মরিচের বাজারে আগুন। স্থানীয় বিভিন্ন বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে। প্রায় প্রতিটি বাজারেই কাঁচা মরিচের এই উচ্চমূল্য দেখা গেছে, যার ফলে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম হঠাৎ করে বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, বাইরের উৎস থেকে পর্যাপ্ত পরিমাণে মরিচ না আসায় দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এক ব্যবসায়ী ইয়াকুব আলী জানান, “আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ২০ টাকায় বিক্রি করেছি, এখন সেটিই বিক্রি করছি ৮০-১০০ টাকায়।”অন্যদিকে, ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে তদারকির অভাবে বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন।
স্থানীয় এক ক্রেতা বলেন, “প্রতিদিন বাজারে গিয়ে দাম শুনেই ঘেমে যাই। কোনো পণ্যেরই স্থায়ী দাম নেই। কাঁচা মরিচ তো একেবারে সোনার দামে বিক্রি হচ্ছে।”
সাগরদিঘী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রিজভী জানান, “বিষয়টি নজরে এসেছে। বাজার তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”