টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন, আলোচনা সভা এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল বাছিদ চাঁন মিয়া এডভোকেট, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এন.এম. শাহনেওয়াজ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করা হয়।











