টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের আমিনবাজারে বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। রবিবার (৫ অক্টোবর) রাতে দিগড় ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থিত আমিনবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে বজ্রের আঘাতে বাজারের একটি জুট মিলসহ পাশের ৬টি দোকানে আগুন লেগে যায়।
স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, পরে ঘাটাইল ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার পণ্য ও মালামাল পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান,
“বজ্রপাতের সঙ্গে সঙ্গে বাজারে আগুন ধরে যায়। আমরা যতই পানি ঢালি, ততই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এদিকে, একই দিন বিকেলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ফুলহারা গলগন্ডা বিলে টর্নেডোর তাণ্ডবে ফসলেরও কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।