ঘাটাইলে বন মামলায় ইউপি সদস্য কারাগারে

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামাল হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে বন মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত।

সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০২০ সালের ৩০ সেপ্টম্বর ধলাপাড়া রেঞ্জের আওতাধীন দেওপাড়া বিটের বারইপাড়া মৌজায় সরকারি গেজেটভূক্ত বন বিভাগের জমি দখল করে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য কামাল হোসেন এবং বারইপাড়ার গ্রামের উমর আলী (৫০) শিবেরপাড়া গ্রামের লাল মাহমুদ (৩৫) সহ ৫/৬ জন স্থাপনা নির্মাণ করতে যান।

এ সময় বন বিভাগের লোকজন বাঁধা দিলে তারা পালিয়ে যায়।

উক্ত অপরাধের দায়ে দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ ১৯২৭ সনের বন আইনের (২০০০ সনের সংশোধিত) ২৬(১ক), ৬৩(গ) ধারায় গত ২০২০ সালেল ৩১ সেপ্টম্বর তাদের বিরুদ্ধে মামলা করেন।

ভূমি জবর দখল সহ বন বিভাগের ৩ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি সাধণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

পরে ১১ মার্চ পুলিশ ইউপি সদস্য কামাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। অপর আসামীরা পলাতক রয়েছে। সম্পাদনা – অলক কুমার