টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঘাটাইল গণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। পরে এক আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় খেলার মাঠে এসে সমবেত হয়।
পরে সেখানে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেলসহ উপজেলা যুবদল, পৌর যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।











