ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লাল মিয়া ওরফে লালু (৪০)। তিনি ওই এলাকার মৃত হোসেন আলী-এর ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় লালুকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা সাংবাদিকদের জানান, “স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য গোপন তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়। অভিযানে লালু ৬ কেজি গাঁজাসহ আটক হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল।”
গ্রেফতারকৃত লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, মাদক ব্যবসায়ীর গ্রেফতারের খবর পাওয়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, লালের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিল এবং তার গ্রেফতারের ফলে এলাকায় মাদকের প্রভাব কমবে বলে তারা আশাবাদী।











