চট্টগ্রামে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, থেমে থাকা বাসটিতে এক দুর্বৃত্ত পেট্রোল বোমার মতো কিছু ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা বাসটি নিউমার্কেট মোড়ে যাত্রী নামানোর সময় এ হামলার ঘটনা ঘটে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।