টাঙ্গাইলে চাঞ্চল্যকর ছয় বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলর আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে গোপালপুর উপজেলার আলমনগর এলাকার বযরাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ কোম্পানির কমান্ডার মেজর আবু নাঈম মোঃ তালাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি হলো, জেলার গোপালপুর উপজেলার আলমনগর বযরাপাড়া এলাকার মৃত মকবুর হোসেনের ছেলে মো. বাবলু রহমান (৫০)। তার বিরুদ্ধে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (৪) (খ) এর চাঞ্চল্যকর ০৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তারিখঃ ১৮/০৪/২০২০।