বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন – ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করতে হবে। জনগনের ক্ষমতা জনগনের কাছে হস্তান্তর করতে হবে। মানুষ তার পছন্দ মত সরকার গঠন করতে চায়। আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে, দেশকে অস্থিতিশীল করার জন্য। পরাজিত শক্তি, যারা এ দেশকে ধ্বংস করতে চায়, তারা বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে, কাজেই সেই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। সোমবার (২৪ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
৪ নং করটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।
করটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী প্রচার সম্পাদক, টাংগাইল-৫ (সদর) আসনের ধানের শীষের কান্ডারী. জননেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই। এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী সদস্য সৈয়দ শহিদুল ইসলাম টিটু, আবদুল্লাহ কাফী শাহেদ।
আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মমিনুল হক নিক্সন, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাহমুদ হাসান টিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদর উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম-সম্পাদক এডঃ আজিমুদ্দিন বিপ্লব, মহিলা দলের সাবেক সাধাঃ সম্পাদিকা এডঃ মমতাজ করি, জেলা তাঁতী দলের আহবায়ক শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভসহ জেলা, উপজেলা, শহর, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় করটিয়া ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী।