নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের হস্তক্ষেপে অবৈধভাবে টাঙ্গাইল ডিসি লেক থেকে শত শত ট্রাক মাটি অন্যত্র বিক্রি করছে তুষার সরকার নামের এক ব্যক্তি।
সোমবার দুপুর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে মাটি ভরাটের নামে অন্যত্র বিক্রি করা হয়।
জানা যায়, ঈদের আগে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) খায়রুল ইসলামের হস্তক্ষেপে তুষার সরকার অন্যত্র মাটি বিক্রি করছে।
জনসেবা চত্বরের নামে লেক থেকে মাটি কাটা হলেও সোমবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এক ট্রাক মাটিও সেখানে ফেলা হয়নি।
রাত ৮টার পর ৫/৬ ট্রাক মাটি সেখানে ফেলা হয়।
ছোট ট্রাক মাটি এক হাজার ৫০০ টাকা এবং বড় ড্রাম ট্রাক তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী কয়েকজন বলেন, যেভাবে ভেকু বসিয়ে মাটি কাটা হচ্ছে এতে সড়ক ও দক্ষিণ পাশে গাছ গুলো হুমকির মুখে পড়েছে।
উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাক চালক বলেন, অন্য জায়গায় ভেকু দিয়ে মাটি কাটলে প্রশাসন জরিমানা করে।
এখানে কে জরিমানা করবে? রক্ষক যখন ভক্ষকের মতো দায়িত্ব পালন করছে।
নাম প্রকাশ না করার শর্ত জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী বলেন, জনসেবা চত্ত্বর ভরাটের নামে ডিসি লেক থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
এটা সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। ঈদের আগেও ১০/১২ দিন কেটেছে।
যে জনসেবা চত্ত্বর ভরাট করতে ৫০ ট্রাক মাটিও লাগবে না; সেই জনসেবা চত্ত্বর ভরাটের নামে পুরো লেকের মাটি কেটে অন্যত্র বিক্রির পায়তারা চলছে।
তুষার সরকার বলেন, সদর উপজেলার চারাবাড়ী, এলেঙ্গা, পৌলি, কালিহাতী, ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় ভেকু চলে তাতে সমস্যা নাই।
আর আমার টায় কি হবে। এ ব্যাপারে তিনি এনডিসি খায়রুলের সাথে কথা বলতে বলেন।
এনডিসি খায়রুল ইসলাম বলেন, জনসেবা চত্বরে মাটি ফেলার জন্য ভেকু বসানো হয়েছে। সেই মাটি যদি বাইরে বিক্রি করে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সম্পাদনা – অলক কুমার