স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীও মোতায়েন করা হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে দুই দিনের সফরে এসে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে নতুন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। তাদের একটি ব্যাচ প্রশিক্ষণ শেষ করেছে, একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে এবং আরও একটি ব্যাচ শিগগিরই প্রশিক্ষণ শুরু করবে।
নির্বাচন সামনে রেখে সব বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হবে। শুধু পুলিশ নয়, সেনাবাহিনী, বিজিবি, আনসারসহ সব বাহিনীকে নির্বাচনের আগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য একজন অতিরিক্ত আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।
এছাড়া নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি জাতীয় পর্যায়ের নেতা। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”