জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলটি তাদের প্রতিক্রিয়া তুলে ধরবে।
এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন,
“জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জুলাই সনদপত্র ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাজনৈতিক অঙ্গনে এই জুলাই ঘোষণাপত্র ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।