টাঙ্গাইল পৌর শহরের আকুর-টাকুর মুসলিম পাড়া এলাকা থেকে ফাতেমা জান্নাত আনিকা (মানসিক রোগী) নামের একটি মেয়ে নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার বিকেলে আনিকা পৌর শহরের আকুর-টাকুর মুসলিম পাড়া (আবহাওয়া অফিস রোড) নিজস্ব বাসা থেকে নিখোঁজ হন। পরে সোমবার সকালে আনিকার বাবা আনিসুর রহমান টাঙ্গাইল সদর থানায় সাধারণ জিডি করেন।
আনিকার মামা নবাব আলী বলেন, আমার ভাগ্নি মানসিক রোগী গতকাল নিজ বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মিলেনি। পরে আজ সকালে তার বাবা টাঙ্গাইল সদর থানায় নিখোঁজের একটি সাধারণ জিডি করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের আকুর টাকুর মুসলিম পাড়া একালার আনিসুর রহমানের মেয়ে ফাতেমা জান্নাত আনিকা (২০)। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজের সময় পরনে ছিল স্কার্ট ও গেঞ্জি। যদি কোনো সহৃদয় ব্যক্তি ফাতেমা জান্নাত আনিকার সন্ধান পান। নিচের নম্বরে (01609134709) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।











