গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারের জেরে শিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিজন কিশোরগঞ্জের হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি পরিবারসহ টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পুরাতন মালপত্রের দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শিজন একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ দুই যুবক এসে তাকে বাইরে ডেকে নিয়ে ধারালো চাপাতি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।