টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের হাতে নির্বাচন কমিশন নির্ধারিত দলীয় প্রতীকের নমুনা তুলে দেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন নির্ধারিত প্রতীক তালিকা থেকে তাদের পছন্দ অনুযায়ী প্রতীকের নমুনা প্রদান করা হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রার্থীদের সমর্থক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা শরীফা হক প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করে প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি বলেন, কোনো অবস্থাতেই নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা যাবে না।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ শেষে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।











