কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে একটি পাটের গুদাম ভষ্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সীমাকাছরা গ্রামের গনি বেপারীর গুদামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভূঞাপুর, কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ গনি বেপারী জানান, তার পাট গুদাম সংলগ্ন ধান ভাঙানোর মেশিনে সুইচ দেয়ার পর সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়।
অল্প সময়েই গুদামসহ আশেপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
কালিহাতী ফায়ার সার্ভিসের লিডার আলতাফ হোসেন বলেন অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
এর আগে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছিল। আমরা মিলিত হয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে। সম্পাদনা – অলক কুমার