টাঙ্গাইলের ঘাটাইলে একটি ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় যুথি বিথী ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কশপে হঠাৎ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্কশপটিতে গাড়ি ও মোটরসাইকেলের টায়ার, যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল মজুত ছিল। আগুন লাগার সময় দোকানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে পুরো ওয়ার্কশপ পুড়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মালিক জিল্লুর রহমান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট দেখা দেয়।