ইতালির রোমের উপকণ্ঠে মারিনো দি আরদেয়া শহরে ছুরিকাঘাতে নাহিদ ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান পেট্রোল স্টেশনে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
নিহত নাহিদ ইসলামের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি ইতালিতে বসবাস করছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী পরামর্শক এম রহমান লিটন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। প্রবাসী সংগঠন ‘প্রবাস কথা’ পরিবারের পক্ষ থেকেও শোকবার্তা জানানো হয়েছে।
ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।