নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ৩৯তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মো. কায়ছারুল ইসলাম।
সোমবার (২৪ জুলাই) বিকেলে সদ্যবিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন- মির্জাপুরে নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি দিলেন চেয়ারম্যান ভাতিজা
মো. কায়ছারুল ইসলাম ১৯৭৭ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন।
তিনি ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেন। এরপর ২০০৮ সালে ২৭তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন করেন।
এরপর মাঠ প্রসাশনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে মো.কায়ছারুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন।