চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে কথা বলায়

মির্জাপুরে নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি দিলেন চেয়ারম্যান ভাতিজা

নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি দেয়া চেয়ারম্যানের ভাতিজা

মির্জাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা ইউনিয়নের এক নারী সদস্যকে গণধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ভাতিজার বিরুদ্ধে।

চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে অভিযোগ করায় ফেসবুকে ওই নারী সদস্যকে গণধর্ষণের হুমকি দেন চেয়ারম্যানের ভাতিজা খাইরুল ইসলাম ইমন।

এ বিষয়ে নারী সদস্য লুবনা খানম খাইরুল ইসলাম ইমনের নামে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করছেন।

জানা গেছে, গত ১৭ জুলাই আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে পরিষদের আটজন সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

তাদের মধ্যে পরিষদের সংরক্ষিত নারী আসন (৪,৫,৬) নম্বর ওয়ার্ডের সদস্য লুবনা খানমও রয়েছেন।

এদিকে সোমবার সকালে একটি ফেসবুক স্ট্যাটাসে আব্দুল খালেক নামে এক ব্যক্তি একটি মন্তব্যে করেন।

ওই মন্তব্যের পর চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের ছেলে মো. খাইরুল ইসলাম ইমন মন্তব্যে গণধর্ষণের জন্য প্রস্তুত থাকো লুবনা আপা; লেখে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি

এটি মুহুর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

পরে বিষয়টি নারী সদস্য লুবনা খানমের নজরে আসলে তিনি বিকেলে মির্জাপুর থানায় এসে খাইরুল ইসলাম ইমনের নামে লিখিত অভিযোগ করেন।

ইউপি সদস্য লুবনা খানম বলেন, চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে অভিযোগ করায় এবং কথা বলায় তার ভাতিজা ফেসবুকের মাধ্যমে আমাকে গণধর্ষণের হুমকি দেয়।

এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার পর তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত খাইরুল ইসলাম ইমন বলেন, কেউ ফেইক আইডি খুলে আমার ভাবমুর্তি ক্ষুন্ন করতে এধরনের মন্তব্য করেছে।

আমার নামে মন্তব্য করায় আমি থানায় অভিযোগ করেছি।

মির্জাপুর থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, লুবনা খানম এবং খাইরুল ইসলাম ইমন দুজনেই লিখিত অভিযোগ করেছেন।

আদালতের অনুমতি সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার