টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক আশোক পারভেজ ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জুবায়ের হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক আশোক পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মধুপুর নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফসহ অনেকে।
মেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা জাতের গাছ, ফল ও ফসলের স্টল সাজিয়েছে। পুরো উপজেলা চত্বর যেন সবুজে ভরে গেছে। স্টলগুলোতে শতাধিক প্রজাতির চারা প্রদর্শিত হচ্ছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে।
নার্সারি উন্নয়ন সংস্থা শিক্ষার্থীদের মাঝে ছয় শতাধিক বিভিন্ন জাতের চারা বিনামূল্যে বিতরণ করেছে। এ সময় সংগঠনের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আবু হানিফসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।