টাঙ্গাইলের মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মধুপুর থানার বোয়ালী গ্রামের মোক্তার আলীর ছেলে মো. রাসেল (১৮) ও শোলাকুড়ি গ্রামের বশির উদ্দিনের ছেলে মো. শামিম (২০)। তারা দুইজনই উপজেলা ছাত্রলীগের কর্মী। মধুপুর পৌরসভার চান্দিমা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
মধুপুর থানার তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদ পিপিএম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্র্রেপ্তারকৃত প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান চালিয়ে টাঙ্গাইলের মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার ও সদর থানায় তিনজনসহ মোট পাঁচজনকে গ্র্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।