নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়ীতা হয়েছেন টাঙ্গাইলের ৫ নারী।
সকল প্রতিবন্ধকতাকে জয় করে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের স্মারক হিসেবে তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে ওই ৫ জয়ীতাকে ক্রেস্ট, সনদ, সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম; জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেরুন্নেছা মনি; টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
জয়ীতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মমতাজ সুলতানা; শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. মিরুফা তাজনীন, সফল জননী সাহেরা বেগম; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী জান্নাতুল ফেরদৌস শান্তা; সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লুৎফা আক্তার। সম্পাদনা – অলক কুমার