ভূঞাপুরে নব-নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে বালুঘাট দখলের চেষ্টার অভিযোগ, গোলাগুলি, আহত ১০

ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে বালুঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুনর্বাসন এলাকার বাগানবাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

এলাকাবাসী ও সাবেক চেয়ারম্যান মতিন সরকারের অভিযোগ, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে নিকরাইল ইউনিয়েনের বালুঘাটগুলো দখলের চেষ্টা করছেন মাসুদ।

স্থানীয়রা জানান, বালুঘাটের আধিপত্য বিস্তার নিয়ে যমুনা নদীর তীরবর্তী বাগানবাড়ি এলাকায় দুপুরের দিকে একত্রিত হতে থাকে মতিন সরকার ও মাসুদ গ্রুপের লোকজন।

পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে, ঘটে গোলাগুলির ঘটনাও।

এ ঘটনায় আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান মতিন সরকার বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই মাসুদ এলাকার বালুঘাটগুলো দখলের চেষ্ট চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুহু, রফিক, জুরান মন্ডল, ইঞ্জিনিয়ার সাইদ ও সিরাজকান্দি এলাকর বিএনপি’র ক্যাডার আলমগীর, সিরাজ লোকমানগংদের নিয়ে আজকে আমার ঘাটে হামলা চালায়।

তিনি আরো জানান, চেয়ারম্যান মাসুদের সশস্ত্র বাহিনী নিয়ে গুলি করতে করতে আমার ঘাটের লোকদের উপর হামলা চালায়।

এসময় তারা আমার ক্যাশিয়ার ও ঘাটের লোকজনদের মারধর করে ক্যাশ থেকে টাকা লুট করে নেয়।

এবিষয়ে জানতে নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ এর ব্যক্তিগত মোবাইল (০১৭১৩-৫৬৭৫০১) নম্বরে বার বার কল করলে তিনি ফোন ধরেন নি।

আর আবার কল দিলে তার মোবাইল নম্বরটি বন্ধ দেখায়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা – অলক কুমার