টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে অটোরিক্সাকে ধাক্কা দিয়ে নদীতে গিয়ে পড়েছে ট্রাকটি। নদীতে পড়ে যাওয়ার আগে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এই ঘটনায় দুইজন নিহত ও দুইজন গুরুতর হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- উপজেলার মাঝিরা এলাকার সুইকা জোয়ার্দারের ছেলে অটোরিকশা চালক গফুর মিয়া (৫০) ও পিরোজপুর এলাকার রনি (২০)। এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন- সুমী আক্তার (২১) ও রনি (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গফুর মিয়া তার অটোরিকশায় যাত্রী নিয়ে মধুপর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে মধুপুরগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাসহ ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে অটো রিক্সায় থাকা চালকসহ সবাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রনিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্বজনরা। আহত অপর দুইজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। আহতরা চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।